ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চাঁদাবাজি করা যাবে না: নানক
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীকে সামনে রেখে কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, সেই বিষয়ে সংগঠনটির নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সদ্য সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হওয়া জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ঢাকা ও এর আশপাশের জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন।
নানক বলেন, পুনর্মিলনী আমরা জাঁকজমকপূর্ণ এবং সুন্দরভাবে করতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না। সর্বমহলে প্রশংসিত হবে। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর নাম করে দেশের কোথাও যেন কেউ চাঁদাবাজিতে না জড়ায। ছাত্রলীগের নাম ব্যবহার করে কোন চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নানক আরো বলেন, পূনর্মিলনীতে যোগ দেয়ার সময় জনগণের ভোগান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। যদি হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
নেত্রী এবং ছাত্রলীগ ছাড়া আর কারো নাম ব্যবহার করে স্লোগান না দেয়ার জন্য নির্দেশনা দিয়ে নানক বলেন, ব্যক্তির নামে স্লোগান দেওয়া যাবে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সংগঠন হিসেবে ছাত্রলীগ ছাড়া আর কারো নামে স্লোগান দেওয়া যাবে না।
পুনর্মিলনীর আগে কেন্দ্রীয় ছাত্রলীগসহ সকল ইউনিটকে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করার নির্দেশও দেন তিনি। তিনি বলেন, আগামী আগামী ১ তারিখ থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হবে। প্রথমে কেন্দ্রীয় ছাত্রলীগ পরে ধাপে ধাপে বিভিন্ন ইউনিটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।